কুরুলুস উসমান : লিংকসহ বিশ্বব্যাপি জনপ্রিয় তুর্কি ইসলামী সিরিজ |



ইতিহাসে বৃহৎ যে কয়টি সাম্রাজ্যের উল্লেখ আছে, তার মধ্যে অন্যতম ছিল অটোমান সাম্রাজ্য অর্থাৎ ওসমানী সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে তের শতকের শেষ ভাগে ওসমান গাজীর হাত ধরে, যা টিকে ছিল ছয়শত বছরের কিছু বেশি সময়। অটোমান বা ওসমানী সাম্রাজ্যের প্রথম শাসক ওসমান গাজী এবং তার নামানুসারেই এই সাম্রাজ্যের নামকরণ করা হয়।

উসমানী সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান গাজীর জীবনকে কেন্দ্র করেই তুরস্কে নির্মিত হয়েছ বিশ্বব্যাপি জনপ্রিয় ইসলামী তুর্কি সিরিজ কুরুলুস উসমান। এই সিরিজটি মূলত দিরিলিস আর্তুগুল সিরিজের সিক্যুয়েল যা ওসমানের পিতা আর্ত্রুগ্রৃল গাজীর জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। এই সিরিজে, ওসমানের ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি অভিনেতা বুরাক আ্যজিভিট। সিরিজটি রচনা ও প্রযোজনা করেছেন মেহমেত রোজদাগ। পরিচালনা করেছেন মেতিন গনয়।

কুরুলুস উসমান সিরিজটিতে ওরগুজ তুর্কী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওসমানের ব্যক্তিগত জীবন এবং সালতানাত প্রতিষ্ঠার শুরুর ইতিহাস চিত্রায়িত করা হয়। এই সিরিজটিতে ওসমানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংগ্রাম এবং তিনি কীভাবে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ করেন তা অন্তর্ভুক্ত রয়েছে। সিরিজে বাইজান্টিয়াম এবং মঙ্গোলদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং কীভাবে তিনি খ্রিস্টান বাইজেন্টাইন এবং মঙ্গোল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন তা চিত্রায়িত করা হয়েছে।       

              


আর তিনি তুর্কিদের সম্মান জানাতে কিভাবে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা ঘোষণা করতে সক্ষম হয়েছিল তা চিত্রিত করে। ওসমানের চরিত্রটি তার সন্ধানে অনেক শত্রু এবং বিশ্বাসঘাতকদের মুখোমুখি হয়েছিল। এই সিরিজিটিতে চিত্রিত হয় যে কীভাবে তিনি এই বাধাগুলি কাটিয়ে উঠতে পেরেছিলেন এবং তাঁর অনুগত সহচর, পরিবার এবং বন্ধুদের সহায়তায় একটি সার্বভৈাম রাষ্ট্র প্রতিষ্ঠাতা করতে পেরেছিল। কুরুলুস উসমান ধারাবাহিক সিরিজটি সম্ভবত সাত সিজন পর‌্যন্ত সম্প্রসারিত হতে পারে। এর প্রথম সিজন ইতিমধ্যে সম্প্রসারিত হয়েছে। এবং সিরিজটির দ্বিতীয় সিজন বর্তমানে সম্প্রসারিত হচ্ছে। 

এই সিরিজে অভিনিত প্রধান প্রধান চরিত্রগুলোর পরিচয় হলো: তামের ইয়েগেত - উসমানের পিতা এরতুগ্রল গাজি। বুরাক আ্যজিভিট - ওসমান বে, যিনি আর্তুগুল গাজী ও হালিমা হাতুনের পুত্র। ওজগে তরির - শেখ ইদেবালির কন্যা রাবিয়া বালা হাতুন এবং উসমানের প্রথম স্ত্রী। রাগাপ সাভা - দুন্দার বে, এরতুরুলের ছোট ভাই। বুস আরসলান আকদেনিজ - দুন্দার কন্যা আইগল হাতুন। এমরে বাসালাক - আর্তুগুলের বড় ছেলে ও ওসমানের ভড় ভাই গুন্দুজ বে। কেনবোলাত গরকেম আর্সালান- উসমান গাজীর মেঝ ভাইয়ের। দিদেম বালচিন - সেলচান হাতুন, ওসমান বেয়ের চাচী এবং প্রয়াত গুন্দারুর স্ত্রী। নুরেটিন সানমেজ- বামাসে বেয়েরেক, এরতুয়ারুল ও ওসমানের ঘনিষ্ঠ বন্ধু।

কুরুলুস উসমানের সিরিজের বাংলা সাবটাইটেল লিংক : কুরুলুস উসমান : সিজন ১- চলমান.....

আরও দেখুন :

*দিরিলিস আর্তগ্রুল : লিংকসহ বিশ্বব্যাপি জনপ্রিয় তুর্কি সিরিজ।

*কুরুলুস উসমান : লিংকসহ বিশ্বব্যাপি জনপ্রিয় তুর্কি সিরিজ

*উয়ানিস বুয়ুক সেলজুকলু : লিংকসহ তু্র্কি সিরিজ

*মেন্দারমিন জালাল উদ্দীন- লিংকসহ উজবেক তু্র্কি সিরিজ।

*বারবারোসলার সিরিজ : লিংকসহ বিখ্যাত তুর্কি সিরিজ।

                     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ