সেমিটিক জাতী কারা?

                                                         


সেমিটিক শব্দটি পুরাতন বাইবেলের “সাম” হতে উদ্ভূত। প্রসঙ্গত সাম ছিলেন হযরত নূহ (আ) এর পুত্র। ইতিহাসে ব্যাবিলন, আ্যাসিরিয়, ফিনিসীয়, আক্কাদীয়, ক্যালেদীয়, আমুরীয় এবং হিব্রু সম্প্রদায় বা সভ্যতা সেমিটিক জাতীভুক্ত। মানব সভ্যতায় সেমিটিকদের অবদান অবিস্মরণীয়। ইসলামের বিখ্যাত নবী ঈসা (আ), মূসা (আ) এবং মহানবী (সা) সেমিটিক জাতী ভুক্ত। তাছাড়া ইহুদী, খ্রিস্টান ও ইসলাম ধর্মের উৎপত্তি হয় এই জাতীগোষ্ঠী থেকে। তাদের আদি অবস্থান আরব উপদ্বীপ।
      
আরও পড়ুন: মহাপ্লাবনের পর পৃথিবীতে কিভাবে মানবজাতীর বংশ বিস্তার হয়?                  

খ্রি.পূর্ব ৩৫০০ অব্দে সেমিটিক জাতির একটি অংশ আদিবাসভূমি আরব ত্যাগ করে বর্তমান টাইগ্রীস ও ইউফ্রেটিস অর্থাৎ দজলা ও ‍ফুরাত নদীর মধ্যবর্তী উর্বর উপত্যকায় স্থায়ীভাবে বসবাস করে। এই অঞ্চলে সুমেরীয় নামক অ-সেমিটিক জাতী পূর্ব থেকে বসবাস করত। পরবর্তীতে সুমেরীয় ও সেমিটিক জাতীর সংমিশ্রণে ব্যাবিলনীয় ও আ্যসিরীয় সভ্যতার উৎপত্তি হয়।

অন্যদিকে সেমিটিকদের অপর একটি শাখা লেবানন ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থানে বাস করে ফিনিসীয় সভ্যতা গড়ে তুলে। সেমিটিকদের অপর একটি শাখা সিরিয়া ও ফিলিস্তিনে গমন করে বসবাস করতে থাকে এবং হিব্রু সভ্যতা গড়ে তুলে। এমনকি আরব জাতীও সেমিটিক জাতীভুক্ত।

আরও পড়ুন: আরব জাতীর উৎপত্তি

               


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ