মহানবী হযরত মুহাম্মদ (স) এর জীবনী । মহানবীর (স) আভির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল? What was the condition of the world before the advent of the Prophet (PBUH).
%20%E0%A6%86%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%20%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%20%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80.jpg)
ইহুদিগণ হযরত মূসা আঃ প্রবর্তিত ইসলাম ধর্ম হতে বিচ্যুত হয়ে অভিশপ্ত জীবন যাপন করত। তারা মহান আল্লাহ কর্তৃক প্রেরিত ধর্মীয় গ্রন্থ তাাওরাতকে বিকৃত করে নিজেদের মত করে লিপিবদ্ধ করে মনগড়া জীবনযাপন করত। এমনকি ইহুদিরা এক আল্লাহকে ভুলে গিয়ে অজ্ঞাতাবশত হযরত উযাইর আঃ কে, মতান্ত্বরে জোহোবাকে আল্লাহর পুত্র এবং বিশ্ব জগতের সৃষ্টা মনে করত (নাউজুবিল্লাহ)। মহানবী সঃ এর আবির্ভাবের পূর্বে ইহুদিরা পারস্য ও রোমান সাম্রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তাছাড়া উত্তর আরবের খায়বার অঞ্চলে বানু নাজির, বানু কুরাইজা এবং মদীনার নিকটে বানু কাইনুকা নামের ইহুদি উপনিবেশ ছিল।
আরও পড়ুন:
*মহানবীর (স) বিদায় হজ্জ ও ভাষণ
*তাবুক যুদ্ধের ইতিহাস
*মক্কা বিজয়- এক রক্তপাতহীন মহাবিজয়
*মহানবীর (স) ওফাত ও নবুয়তের অবসান
অপরদিকে মহানবী সঃ এর আবির্ভাবের পূর্বে রোমান সাম্রাজ্য, বিশ্বব্যাপি খ্রিস্টধর্মের পৃষ্ঠপোষকতা করত। খ্রিস্টানগণ হযরত ঈসা আঃ কর্তৃক প্রবর্তিত ইসলাম ধর্ম তথা এক আল্লাহর পরিবর্তে তিন খোদাকে বা ত্রিত্ববাদে বিশ্বাসী হয়ে পড়ে। তারা মরিয়ম আঃ কে আল্লাহর স্ত্রী এবং ঈসা আঃ কে আল্লাহর পুত্র বলে মনে করত (নাউযুবিল্লাহ)।
উল্লেখ্য, জেরুজালেমের বেথেলহামে ১ খ্রিস্টাব্দে হযরত ঈসা আঃ জন্মগ্রহণ করেন। হযরত ঈসা আঃ এর ইসলাম ধর্ম প্রচারের সময় ইহুদিদের ষড়যন্ত্রের ফলে তৎকালীন রোমান সম্রাট তাহবেরিয়ান ঈসাঃ আঃ কে হত্যার প্রচেষ্ঠা চালান। যদিও মহান আল্লাহ উনাকে উর্ধ্বকাশে তুলে নিয়ে যান। ঈসা আঃ কে হত্যার প্রচেষ্টাকারীর সাম্রাজ্যের সম্রাট কনস্টানটাইন ৩২৪ খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করে এবং তার প্রচার-প্রসার শুরু করে। মহানবী সঃ এর সমসাময়িক রোমান সম্রাট ছিলেন হিরাক্লিয়াস।
মহানবী সঃ এর আবির্ভাবের পূর্বে পারস্যবাসীও এক আল্লাহকে বিশ্বাস না করে তারা মঙ্গল ও অমঙ্গলের দুই দেবতায় বিশ্বাস করত। তাদের এই ধর্মীয় বিশ্বাসের নাম ছিল- জরথুস্ত্রবাদ। বিশেষত এই ধর্ম কুসংস্কার, যাদুবিদ্যা, পুরোহিত তন্ত্র, মূর্তি পূজা ইত্যাদির মাঝে সিমাবদ্ধ ছিল। ধারণা করা হয়, ২২৪ খ্রিস্টাব্দে পারস্যের সাসানীয় বংশের প্রতিষ্ঠাতা আর্দেসীর রাজত্বকালে পারস্যে এই ধর্মের প্রসার ঘটে। মহানবী সঃ এর আবির্ভাবের পর পারস্যে ইসলামের উত্থান হয়। এই সময় পারস্যের সম্রাট ছিলেন খসরু পারভেজ।
![]() |
| পৃথিবীর প্রধান ধর্মসমূহ |
মহানবী সঃ এর আবির্ভাবের পূর্বে চীনের অবস্থাও সূচনীয় ছিল। ৪২০ খ্রিস্টাব্দে চীনের জিঙ সাম্রাজ্যের পতন হয়। এর ফলে উত্তর চীন ও দক্ষিণ চীন নামে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে সমগ্র চীন । এই দুই ভাগ আবার ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাজ্যে পরিণত হয়। এক কথায় চীন তখন অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ছিল। ইহুদি-খ্রিস্টান ও পারসিকদের মত চীনবাসিগণও পথ ভ্রষ্ট ছিল। তারা নর ও নৃপতি তথা সম্রাটদের পূজায় নিমগ্ন ছিল। তবে চীনাদের এক অংশ বৌদ্ধ ধর্মেরও অনুসারি ছিল।
অন্যদিকে, ভারতবর্ষে গুপ্ত বংশের স্বর্ণ যুগের অবসান হয়। এর ফলে সমগ্র ভারতীয় উপমহাদেশ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। বাংলা ও পাক-ভারতীয় উপমহাদেশের হিন্দু সমাজে তেত্রিশ কোটি দেব-দেবীর পূজা চলত। তাছাড়া হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ও বৌদ্ধধর্মের প্রচলন ছিল এই অঞ্চলে। উল্লেখ্য, হাজার হাজার বছর আগের কথা, হযরত নূহ আঃ এর পুত্র ছিলেন হাম এবং হামের জৈষ্ঠ পুত্র হিন্দ ভারতবর্ষে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করতে।
আরও পড়ুন :
*মহানবীর (স) জন্ম ও বংশ পরিচয় (আদম আ.-মুহাম্মদ স.)
*মহানবীর (স) বেদনাময় শৈশবকাল
*মহানবীর (স) বাল্যকাল ও সিরিয়া গমন
*যুবক মুহাম্মদ (স) ও হিলফুল ফুজুল গঠন
এই হিন্দের নামনুসারে অঞ্চলটির নাম হিন্দুস্তান নামকরণ করা হয়। হিন্দের বংশধরেরা হিন্দুস্তানি নামে পরিচিতি লাভ করে। আবার হিন্দের দ্বিতীয় পুত্রের নাম ছিল ‘বঙ্গ’ । এই বঙ্গ থেকে বাঙ্গালি জাতির উৎপত্তি হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় হলো হযরত নূহ আঃ এর বংশধরেরা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে আল্লাহর একত্ববাদকে ভূলে গিয়ে দেব-দেবীর পূজায় মগ্ন হয়ে পড়ে। অতঃপর ৭১৩ খিস্টাব্দে মুসলমানদের ভারত বিজয় এবং ১২০৪ সালে বাংলা বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আবারও ইসলামের পূনরুত্থান ঘটে।
📘মহানবীর (স) জীবনী - আলহাজ্ব এ.এস.এম ইজহারুল ইসলাম।
📘দি স্মার্ট মুহাম্মদ স. - ড. হিশাম আল আওয়াদি
📘আর রাহিকুল মাখতুম - আল্লামা শফিউর রহমান মোবারকপুরি
📘সিরাতে রাসূল স. - ইবনে ইসহাক
📘শ্রেষ্ঠ মানব - শায়খ হারুন আল আজহারী
📘ইসলামের ইতিহাস- সৈয়দ মাহমদুল হাসান 📘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- সৈয়দ মাহমুদুল হাছান 📘ইসলামের ইতহিাস- মুহাম্মদ মিজানুর রশিদ 📘আরব জাতীর ইতিহাস- শেখ লুতফর রহমান 📘দ্যা লস্ট ইসলামিক হিস্ট্রি- ফিরাস আল খতিব 📘উমাইয়া খিলাফতের ইতিহাস - ড. আলী মুহাম্মদ সাল্লবী 📘 উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট
প্রচীন পৃথিবীর কেমন ছিল?
ইসলামের আবির্ভাব পূর্ব পৃথিবীর অবস্থা।
মহানবীর (স.) আভির্ভাব পূ্র্ব পৃথিবীর অবস্থা।
মহানবীর (স.) আবির্ভাব পূর্ব আরবের অবস্থা।
মহানবীর (স) আভির্ভাবের পূর্বে আরবের অবস্থা কেমন অবস্থা কেমন ছিল?
প্রাক-ইসলামী আরবের অবস্থা।
প্রাচীন ভারতবর্ষের ধর্মীয় অবস্থা।
প্রাচীন চীনের ধর্মীয় অবস্থা।
খ্রিস্টান জাতীর ইতহাস।

0 মন্তব্যসমূহ