আরও পড়ুন : পারস্যে সেলিউসিউড শাসনের ইতিহাস
গ্রীক
বীর
আলেকজান্ডারের মৃত্যুর পরে,
তাঁর
সেনাপতিরা বিজিত
অঞ্চলগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তার অন্যতম জেনারেল সেলিউকাস মেসোপটেমিয়া এবং অন্যান্য প্রদেশগুরো দখল করে পারস্যেকে কেন্দ্র করে। সেলিউসিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সেলুসিড সাম্রাজ্যের প্রদেশগুলো একজন গভের্নেট দ্বারা শাসিত হত এবং পার্থিয়া সেসব গভের্নেটের মধ্যে অন্যতম একটি প্রদেশ ছিল।
তবে এক পর্যায়ে পার্থিয়া প্রদেশটি সেলুসিডদের থেকে পৃথক হয়ে একটি স্বাধীন সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই পার্থিয়ান প্রদেশটি ক্যাস্পিয়ান সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। ক্যাস্পিয়ান সাগরের পূর্বদিকে মধ্য এশিয়ার উপত্যকা অঞ্চল থেকে পার্নি নামে এক যাযাবর উপজাতির উত্থান হয়েছিল। পরবর্তীতে এই যাযাবর পার্নি উপজাতি পার্থিয়াকে দখল করতে অভিযান চালায়।
যখন পশ্চিমে মিশরের টলেমিদের সাথে অভ্যন্তরীণ যুদ্ধ এবং সংঘাতের কারণে সেলিউসিডরা দুর্বল হয়ে পড়েছিল, তখন পার্নি উপজাতিরা পূর্ব দিকে তাদের অভিযান শুরু করেছিল। ২৪৭ খ্রিস্টপূর্বাব্দে পার্থিয়ার স্থানীয় গভর্নর আন্ডারগোরাস সেলিউসিড শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে পার্নি উপজাতিদের জন্য বিজয়দ্বার উন্মুক্ত হয়। সেলিউসিডদের সাথে আন্ডারগোরাসের দ্বন্দের ফলে অঞ্চলটিতে ভয়াবহ আকারে বিচ্ছিৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই সুযোগে পার্নি উপজাতির দলপতি আর্সেসেস পার্থিয়ার জয় করে।
আর্সেস পার্থিয়া বিজয় করার পর পারস্যে পার্থিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তিনি পার্থিয়ান সাম্রাজ্যের প্রথম রাজা হিসেবে পরিচিত। তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যটি খ্রিস্টপূর্ব ২৪৭ খ্রিস্টাব্দ থেকে ২২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পারস্য সহ পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্ব ভারত এবং চীন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পার্থিয়া সাম্রাজ্যের জনগণকে সাধারণত পার্থিয়ান বলে অভিহিত করা হয়।
২১৭ খ্রিস্টপূর্বাব্দে আর্সেসের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আর্সেস সিংহাসনে আরোহণ করে। কিন্তু ২০৯ খ্রিস্টপূর্বাব্দে সেলিউসিড শাসক তৃতীয় অ্যান্টিওকাস তাকে পরাজিত করে পার্থিয়া পুন দখল করে। এই সময়ের তৃতীয় এন্টিওকাস তাকে হত্যা না করে পার্থিয়াকে পুনরায় সেলিসিউড সাম্রাজ্যের প্রদেশে পরিণত করে। এবং দ্বিতীয় আর্সেসকে গভর্নর হিসেবে অধিষ্ঠিত করে। যদিও এটি তৃতীয় এন্টিওকাসের একটি ভুল সিদ্ধান্ত ছিল।এন্টিওকাসের সিরিয়ায় ফিরে যাওয়ার পর, পার্থিয়ান অভিজাতরা অসন্তুষ্ট হয়ে ১৯১ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় আর্সেসকে পদচ্যুত করে এবং পার্থিয়ানদের তৃতীয় রাজা হিসাবে ফ্রেপাতিয়াসকে মনোনিত করে। ১৭৬ খ্রিস্টপূর্বাব্দে ফ্রেপাতিয়াসের মৃত্যুর পর তার পুত্র ফ্রেটেস সিংহাসনে আরোহণ করেন এবং তিনি ১৭১ খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত সিংহাসনে অধিষ্টিত ছিলেন। এই সময় ইতিহাসে আরও এক দুর্দর্ষ পরাক্রমশালী জাতি রোমানদের উত্থান ঘটে। ক্রমগত রোমানদের আক্রমণের ফলে সেলিসিউড সাম্রাজ্য দুর্বল হতে থাক।
ফেত্রাস এই সুযোগে সেলুসিড সাম্রাজ্যে আক্রমণ করে বেশ কিছু অঞ্চল দখল করে। এর মাধ্যমে পার্থিয়ান সাম্রাজ্য সম্পূর্ণ রূপে স্বাধীনভাবে পারস্যে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। এই জন্য ফ্রেটেসকে পার্থিয়ান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ১৭১ খ্রিস্টপূর্বাব্দে ফ্রেটেসের মৃত্যুর পর তার ভাই প্রথম মিথ্রিডেটস পার্থিয়ানদের রাজা হন। মিথ্রিডেটসের শাসনামলে পার্থিয়ান সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি ও সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল। তাকে আকিম্যানিড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস দ্যা গ্রেটের সাথে তুলনা করা হয়।
এই পরাক্রমশালী পার্থিয়ান সম্রাট মিথ্রিড ১৩২ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যবরণ করেন। তার মৃত্যুর প্রায় ৩৫০ বছর পরের কথা। এই সময়ের মধ্যে পার্থিয়ান ও রোমান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকে। এর ফলে পার্থিয়ান সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল রোমানদের দ্বারা অধিকৃত হয়। অন্যদিকে সিংহাসনের অধিকার নিয়ে পার্থিয়ানরা পিতার বিরোদ্ধে পুত্র কিংবা এক ভাইয়ের বিরুদ্ধে অন্য ভাইয়ের দ্বন্দ ও বিদ্রোহের ফলে এই সাম্রাজ্যটি পতনের ধার প্রান্তে পৌছে যায়।
পার্থিয়ান সাম্রাজ্য অভ্যন্তরীণ কলহ এবং রোমের সাথে যুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়েছিল।পার্থিয়ানদের দুর্বলতার সুযোগে ইস্তখর তথা আধুনিক ইরানের পার্স প্রদেশের স্থানীয় পারসিক শাসক প্রথম আর্দাসী পার্থিয়ান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং ইন্তখরের পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে দখল করতে থাকে। এর প্রেক্ষাপটে ২২ শে এপ্রিল ২২৪ খ্রিস্টাব্দে সংঘটিত হওয়া হরমোজডগানের যুদ্ধে তিনি শেষ পার্থিয়ান সম্রাট চতুর্থ আরতাবানুসকে পরাজিত করেন।পারস্যে সাম্রাজ্যের পরক্রামশালী শাসক চতুর্থ আরতাবানুসের পরাজয়ের মাধ্যমে পারস্যের তৃতীয় সাম্রাজ্য পার্থিয়ার পতন ঘটে এবং চতুর্থ ও শেষ সাম্রাজ্য সাসানীয় সাম্রাজ্যের উত্থান হয়। উল্লেখ্য, তৃতীয় খলিফা হযরত উমর রাঃ এর শাসনামলে ৬৩৭ এই সাসানীয় সাম্রাজ্যকে পরাজয় করার মাধ্যমে সমগ্র পারস্য ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে পড়ে।



0 মন্তব্যসমূহ