সৌদ আরব : ইসলামের পবিত্র ভূমির দেশ ।

                                                            

মক্কা মদিনা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র নগরী এই দুটি শহরই সৌদি আরবে অবস্থিত ইসলামের প্রাচীন ইতিহাস ঐতিহ্যর নিদর্শন হিসেবে সৌদি আরব বিশ্বে অদ্বিতীয় আরব উপদ্বীপের সুবিশাল অংশজুড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অবস্থান এর উত্তরে জর্দান ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং ইয়েমেন অবস্থিত


আরও পড়ুন: ইরাক : দেশ পরিচিতি ও ইতিহাস

আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পিতা সৌদের নাম অনুসারে সৌদিরাষ্ট্রের নাম রাখা হয়েছে মূলত এই রাষ্ট্রটির উত্থান হয়, আটারো শতকের মাঝামাঝি সময়ে মুহাম্মাদ বিন সউদ নামের নজদের দিরিয়া অঞ্চলের এক বসতি প্রধানের হাত ধরে সেই বসতি প্রধানের উত্তরসূরিরা কালক্রমে আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ১৯০৭ সালে উসমানীয় সাম্রাজ্যের সমর্থিত রশীদিয় বংশকে পরাজতি করে নজদ এবং ১৯২৬ সালের শেষ নাগাদ মক্কার শরীফ বংশকে পরাজিত করে পুরো হেজাজ দখল করে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদ।                              

                                                       

১৯২৬ সালের জানুয়ারি তিনি মক্কা-মদিনা জেদ্দার গোত্রীয় নেতাদের সমর্থনে নিজেকে হেজাজেরসুলতানঘোষণা করেন ১৯২৭ সালের ২৭ জানুয়ারি ইবনে সউদ আগের নজদ বর্তমান হেজাজ মিলিয়ে Kingdom of Najd and Hejaz ঘোষণা করেন চার মাস পর ২৭ মে জেদ্দা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা Kingdom of Najd and Hejaz-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ২৩ সেপ্টেম্বর ১৯৩২ খ্রিস্টাব্দে এক রাজকীয় ফরমানের জারির মাধ্যমে দেশটির নামকরণ করা হয়  ‘আল মামলাকাতুল আরাবিয়্যা আস-সাউদিয়্যাহ’ , যা সংক্ষেপে সৌদি আরব নামে পরিচিতি লাভ করে

                                            

আব্দুল আজিজ ইবেনে সৌদ

সে সময় থেকে দীর্ঘ প্রায় ২১ বছর তিনি শক্ত হাতে তাঁর প্রতিষ্ঠিত বিশাল দেশকে শাসন করে ১৯৫৩ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন বাদশাহ আব্দুল আজিজ এতে স্বাভাবিক নিয়মে প্রথম পুত্র হিসেবে সৌদ বাদশাহ হন কিন্তু তিনি বারবার অযোগ্যতার প্রমাণ রাখতে থাকায় ১৯৬৪ খ্রিস্টাব্দে ফয়সাল বাদশাহর দায়িত্ব গ্রহণ করেন তিনি সৌদি আরবের পাশাপাশি মুসলিম বিশ্বের পক্ষে নেতৃত্বের ভূমিকা রেখে গেছেন ১৯৭৫ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর বাদশাহ খালেদ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন তিনি ছিলেন নরম শান্ত প্রকৃতির বাদশাহ খালেদ মাত্র সাত বছর দেশ শাসন করে ১৯৮২ খ্রিস্টাব্দে হৃদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র শিয়া রাষ্ট্র ইরান

তাঁর ইন্তেকালের পর যুবরাজ ফাহাদ বাদশাহ হন  ২০০৫ খ্রিস্টাব্দে ফাহাদ ইন্তেকাল করলে আবদুল্লাহ বাদশাহ হন বাদশাহ আবদুল্লাহর রয়েছে দীর্ঘ ৯০ বছরের বর্ণাঢ্য জীবন ২০১৫ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি বাদশাহ আবদুল্লাহ ইন্তেকাল করলে বর্তমান বাদশাহ সালমান বাদশাহি পদ লাভ করেন তবে বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রটি কার্যত শাসন করছে তাঁরই পুত্র যুবরাজ মুহাম্মদ বিন সালমান

                                                       

সৌদি আরবের রাজধানী ও সবচেয়ে বড় শহর রিয়াদ। দেশটির দাপ্তরিক ভাষা আরবি। জাতিগোষ্ঠী : ৯০ শতাংশ আরব ও ১০ শতাংশ আফ্রো আরব। রাষ্ট্রধর্ম ইসলাম। সৌদি আরবের মোট আয়তন  ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গ কিলোমিটার। বর্তমান জনসংখ্যা প্র্রায় তিন কোটি ৩০ লাখ এবং ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৫ জন। দেশটির মুদ্রার নাম সৌদি রিয়াল।                                   

সৌদি আরব, ম্যাপ

সৌদি আরব মূলত চারটি স্বতন্ত্র অঞ্চল হেজাজ, নজদ, আল হাসা পুর্বাঞ্চলীয় আরব এবং আসির দক্ষিণাঞ্চলীয় আরব নিয়ে গঠিত পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারি দেশ এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে তেমনিভাবে এর মানব সম্পদ উন্নয়ন সূচকেও উপরের দিকে তাছাড়া একমাত্র আরব দেশ হিসেবে জি-২০ প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য সৌদি আরব

পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ সৌদি আরব দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ হিসেবে ধরা হয় সৌদি আরব জিসিসি, ওআইসি ওপেক এর সদস্য সৌদি আরব রাজতান্ত্রিক দেশ এজন্য যেকোনো ধরনের রাজনৈতিক সংগঠন কিংবা জাতীয় নির্বাচন এদেশে নিষিদ্ধ ১৯৯২ সালে রাজকীয় ফরমান জারির মাধ্যমে গৃহীত মৌলিক আইন অনুযায়ি রাজাকে অবশ্যই শরিয়া (ইসলামি আইন) এবং কোরআন মেনে শাসন করতে হবে এই আইনে কোরআন এবং সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসাবে গৃহীত হয়

আরও পড়ুন: মুসলিম বিশ্বের পরাশক্তি তুরস্ক

তথ্যসূত্রে:

  • মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রকার ইতিহাস - সৈয়দ মোহাম্মদ সালেহ উদ্দীন
  • মধ্যপ্রাচ্যের ইতিহাস- অটোমান সাম্রাজ্য থেকে জাতিসত্তার রাষ্ট্র - এ বি এম হোসন 
  • মধ্যপ্রাচ্যের ইতিহাস - কে. আলী
  • উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া এবং বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ