সভ্যতা কাকে বলে? পৃথিবীর প্রথম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার পরচিতি, কোন কোন সভ্যতা নিয়ে মেসোপটেমিয়া সভ্যতা গঠিত হয়? What is Civilization? Introduce to Mesopotamia Civilization.
মানুষের চেষ্টার ফলে বিজ্ঞান ও কলাকৌশলগত নতুন নতুন আবিষ্কার ঘটে। সংস্কৃতির এই ধরণের উন্নতির অবস্থাকে সভ্যতা বলে। বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় আনুমানিক ৫০০০ অব্দ থেকে। সাধারণত আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে পৃথিবীর ইতিহাসে প্রথম মানব সভ্যতার সূচনা হয়।
আরও পড়ুন: সেমিটিক জাতী কারা?
বিশ্বের প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। গ্রিক শব্দ মেসোপটেমীয় এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। অর্ধচন্দ্রের আকৃতি ন্যায় বলে এটিকে Fertile Cresent ও বলা হয়। খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৪০০০ অব্দে বর্তমান ইরাক ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর ভূমিতে সময়ের ব্যবধানে কতগুলো নগর সভ্যতার উন্মেষ ঘটে। এই নগর সভ্যতাগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়। এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতা।
মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভূক্ত সভ্যতা সমূহ হলো - সুমেরীয়, ব্যাবিলনীয়, আ্যসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা। এই সভ্যতার বর্তমান অবস্থান - ইরাক, সিরিয়া, ইরান, তুরস্ক ও কুয়েতের কিছু অংশ।

0 মন্তব্যসমূহ