সভ্যতা কি? মেসোপটেমিয়া সভ্যতার পরিচিতি। Mesopotamia Civilization

সভ্যতা কাকে বলে? পৃথিবীর প্রথম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার পরচিতি, কোন কোন সভ্যতা নিয়ে মেসোপটেমিয়া সভ্যতা গঠিত হয়? What is Civilization? Introduce to Mesopotamia Civilization.

                                                                   

মানুষের চেষ্টার ফলে বিজ্ঞান ও কলাকৌশলগত নতুন নতুন আবিষ্কার ঘটে। সংস্কৃতির এই ধরণের উন্নতির অবস্থাকে সভ্যতা বলে। বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় আনুমানিক ৫০০০ অব্দ থেকে। সাধারণত আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে পৃথিবীর ইতিহাসে প্রথম মানব সভ্যতার সূচনা হয়। 

আরও পড়ুন: সেমিটিক জাতী কারা?

বিশ্বের প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। গ্রিক শব্দ মেসোপটেমীয় এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। অর্ধচন্দ্রের আকৃতি ন্যায় বলে এটিকে Fertile Cresent ও বলা হয়। খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৪০০০ অব্দে বর্তমান ইরাক ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর ভূমিতে সময়ের ব্যবধানে কতগুলো নগর সভ্যতার উন্মেষ ঘটে। এই নগর সভ্যতাগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়। এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতা।

মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভূক্ত সভ্যতা সমূহ হলো - সুমেরীয়, ব্যাবিলনীয়, আ্যসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা। এই সভ্যতার বর্তমান অবস্থান - ইরাক, সিরিয়া, ইরান, তুরস্ক ও কুয়েতের কিছু অংশ।  

                                                


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ